Wednesday, January 30, 2019

সংখ্যা — ১ : জানুয়ারি ২০১৯

সম্পাদনা: মেহেদী হাসান  |  Sponsored by: DUKUAPP


তথ্যসমূহ:—
১. বর্তমান বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল বন্দরকেন্দ্রিক প্রকল্প— পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর প্রকল্প।
২. সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
৩. সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া বাংলাদেশি নারী ক্রিকেটার— রুবানা আহমেদ।
৪. বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান— লেফটেনেন্ট আজিজ আহমেদ।
৫. লিবিয়ার চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছিল— ২০১১ সালে।
৬. ৩০ ডিসেম্বর ২০১৮ তে নির্বাচন অনুষ্ঠিত হওয়া বিশ্বের আরেকটি দেশ— ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
৭. সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন— কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
৮. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ই-ভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হয়— ৬টি আসনে (৮৪৫টি কেন্দ্রে)।
৯. বাংলা একাডেমি ২০১৯ সালে দিতে যাচ্ছে— কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার।
১০. শেয়ার বাজারে দেশের প্রথম সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান— ই-জেনারেশন লিমিটেড।
১১. সম্প্রতি মৌলভিবাজারে "শ্রীহট্ট" অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে।
১২. উইকিলিংকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন— লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ২০১২ সালে।
১৩. বিশ্বব্যাংকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় ব্যবসার সবচেয়ে ভালো পরিবেশ বিদ্যমান— ভারতে।
১৪. ইউএনডিপির মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান— ১৩৬ তম।
১৫. সম্প্রতি প্রথমবারের মতো চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরন করেছে— চীনের মহাকাশযান।
১৬. ভারতে গঠিত জাতীয় পর্যায়ে প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম— ন্যাশনাল উইমেন্স পার্টি।
১৭. ঐতিহাসিক নিমতলী প্রসাদের স্থানে গড়ে উঠা জাদুঘরের নাম— এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর।
১৮. ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য গার্ডিয়ান' এর প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধির হার— ৭ দশমিক ৯ শতাংশ (৭.৯%)।
১৯. দ্য গ্লোবাল ইকনোমিক ফোরাম (জিইএফ) এর তথ্যমতে ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে— ৭ দশমিক ৫ শতাংশ (৭.৫%)।
২০. ইউরোপিয় ইউনিয়নের ১৯ টি দেশে ইউরো মুদ্রা প্রচলিত আছে।
২১. ইউরোপিয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নাম— দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক।
২২. মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান— রাষ্ট্রপতি।
২৩. বাংলাদেশে বিনিয়োগকারীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করেছে— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)।
২৪. সম্প্রতি আইনস্টাইন ও নিউটনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছিল— ভারতীয় বিজ্ঞানীরা।
২৫. সম্প্রতি বিশ্বব্যাংকের পদত্যাগকারী প্রেসিডেন্ট— জিম ইয়ং কিম।
২৬. বর্তমান সার্ক মহাসচিব— আমজাদ হোসেন বি সিয়াল।
২৭. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত প্রথম নারী— গীতা গোপিনাথ (ভারতের কলকাতার অধিবাসী)।
২৮. বিশ্বব্যাংকের মতে বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক অঞ্চল— দক্ষিণ এশিয়া।
২৯. কানাডায় নির্বাচিত প্রথম মুসলিম মেয়র— ফিরহাদ হাকিম।
৩০. বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০১৯ তে বাংলাদেশের অবস্থান— ৯৭ তম (২০১৮ তে ছিল ১০০ তম)।
৩১. কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান— দ্বিতীয়।
৩২. আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ৯৪ তম।
৩৩. কুঁড়ার তেল উৎপাদিত হয় বাংলাদেশের— বগুড়া জেলায়।
৩৪. জাপান বাংলাদেশের এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে— নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
৩৫. গ্রামীণ সড়ক উন্নয়নে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে— এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
৩৬. বাংলাদেশে হেমন্ত মেলার আয়োজন করে থাকে— বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
৩৭. সম্প্রতি বর্ণবাদী মন্তব্য করায় পদ হারিয়েছেন নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানি— জেমস ওয়াটসন।
৩৮. তুরস্কের মুদ্রার নাম— লিরা।
৩৯. শরণার্থীদের নিয়ে লেখা নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সম্প্রতি প্রকাশিত বই— উই আর ডিসপ্লেসড।
৪০. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ৫০ করা হয়— ২০১১ সালে।
৪১. বাংলাদেশ ভারত সীমান্ত হাট অবস্থিত— ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে।
৪২. পরিবার থেকে পালিয়ে আসা সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনকে আশ্রয় দিয়েছে— কানাডা।
৪৩. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান— অষ্টম।
৪৪. বাংলাদেশের জি-আই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) সনদপ্রাপ্ত পণ্য— ২টি; জামদানি ও ইলিশ।
৪৫. রাতকানা রোগ প্রতিরোধে বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে— ১৯৯৪ সাল থেকে।
৪৬. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রথাগতভাবে "স্টেট অব দ্য ইউনিয়ন" নামক ভাষণ দিতে হয়।
৪৭. চিকিৎসাশাস্ত্র-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেন্ট এর তথ্যমতে ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে— ১০০০ কোটি।
৪৮. বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে— ২০০৮ সাল থেকে।
৪৯. গৃহনির্মাণের জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরে "নগরবন্ধু" ঋণ দিবে— বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।
৫০. যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান 'ওয়েলস এক্স' এর মতে ধনী বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান— তৃতীয় আর অতি ধনী বৃদ্ধির হারে প্রথম।
৫১. ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— দ্বিতীয়; আর ছাগলের মাংস উৎপাদনে— চতুর্থ।
৫২. গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— ১২ তম।
৫৩. ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়েছে— যুক্তরাষ্ট্রে।
৫৪. পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের বর্তমান প্রধান— কিম জং ইয়াং।
৫৫. বিশ্বব্যাংকের মতে বন্দর সুবিধায় বর্তমানে বাংলাদেশের অবস্থান বিশ্বে— ১০০ তম।
৫৬. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুইটি রাজনৈতিক দল— ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি।
৫৭. অক্সফাম হলো— একটি আন্তর্জাতিক দাতব্য গোষ্ঠি।
৫৮. 'উৎসে কর' আরোপ করা হয়— পাটপণ্য বাদে তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যে।
৫৯. ইতোপূর্বে সর্বশেষ ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল— ৬ জুন, ১৯৯০ সালে।
৬০. "সবকটা দরজা খুলে দাও না", "সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে" গানগুলির সুরকার— আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৬১. আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক পেয়েছিলেন— সংগীতে অবদানের জন্য।
৬২. গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল সাড়ে ১৪ বছর বয়সে ২নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন।
৬৩. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল— ১২ ডিসেম্বর ২০১৫ সালে।
৬৪. বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনী আছে— চীনের।
৬৫. চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— নবম।


ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি নিতে DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP) বা "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" এর সাথে থাকুন।

আমাদের এই সেবা সম্পর্কিত আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ "ঢাবি "খ" ইউনিট ভর্তি প্রস্তুতি প্রকল্প" তে। এর লিংক→
http://facebook.com/dukuapp

আর, আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস করতে ভিজিট করুন DUKUAPP Classroom ফেসবুক পেজ। এর লিংক→
http://facebook.com/DUKUAPPClassroom

অথবা ইউজ করতে পারেন আমাদের ---ঢাবি "খ" প্রস্তুতি--- অ্যাপ। এটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখুন; অ্যাপ তৈরি হলে আমরা জানাবো।

তোমার স্বপ্ন পূরণে | DUKUAPP

Saturday, January 5, 2019

ইয়ার রিভিউ-২০১৮


স্পন্সর না পাওয়ার কারণে আমাদের পক্ষে "ইয়ার রিভিউ-২০১৮" সম্পাদনা করা সম্ভব হলো না। তাই এর বিকল্প হিসেবে তোমরা প্রফেসর'স প্রকাশনীর 'কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি-২০১৮' দেখে নাও।

Preface to Recent Infobank!


সাম্প্রতিক তথ্যব্যাংক হলো সাম্প্রতিক বিভিন্ন তথ্যাদির সমাহার যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য সহায়ক। এটি একটি মাসিক অনলাইন প্রকাশনা; প্রতি মাসের শেষ দিনে সেই মাসের সাম্প্রতিক তথ্যাদি এখানে প্রকাশ করা হবে।